প্রকাশিত: Thu, Jul 27, 2023 10:35 PM আপডেট: Mon, Jan 26, 2026 3:37 AM
[১]পার্লামেন্টে মণিপুরকাণ্ড নিয়ে কালো পোশাক পরে ইন্ডিয়ার বিরোধী জোট নেতাদের প্রতিবাদ
সালেহ বিপ্লব: [২] ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশনে বৃহস্পতিবার মণিপুরকাণ্ড নিয়ে এ অভিনব প্রতিবাদ প্রতিবাদ করল। মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার পার্লামেন্টে আসেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র এমপিরা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গ,ে লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী এমপিরা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার। সূত্র: আনন্দবাজার।
[৩] ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী এমপি সাধারণ পোশাক পরে এলেও প্রতিবাদ জানাতে পরেছিলেন কালো রঙের ‘আর্ম ব্যান্ড’। অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান তোলেন।
[৪] উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত মণিপুর রাজ্যে গত তিন মাস ধরে ধারাবাহিক হিংসা এবং নারী নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পার্লামেন্টে কোনও বিবৃতি দেননি। অধীর চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘‘কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।’’
[৫] প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবির। লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও অনাস্থা বিতর্কের দিনক্ষণ ঘোষণা করেননি। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে কংগ্রেস এবং ভারত রাষ্ট্র সমিতির তরফে জমা দেওয়া দু’টি নোটিস গ্রহণ করে বৃহস্পতিবার বুঝিয়ে দিয়েছেন, চলতি অধিবেশনেই পার্লামেন্টের নিম্নকক্ষে শক্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার তৃণমূল এমপি দোলা সেন বৃহস্পতিবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে মুখ খোলেন। শুধু মণিপুর নিয়ে নীরব।’’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে